Ridge Bangla

বরগুনায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, মোট প্রাণহানি ৫৭

বরগুনায় ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়াল ৫৭ জনে।

নিহতরা হলেন আমতলী উপজেলার গুলিয়াখালী ইউনিয়নের আবদুল হক (৬৮) এবং বরগুনা পৌরসভার নয়াকাটা এলাকার বাবুল (৩৩)। আবদুল হক আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাবুল বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। জেলার পাঁচ উপজেলায় নতুন করে আরও ১৯ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলায় বিভিন্ন হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ১৪৪।

চলতি বছর বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৪৭১ জন। এর মধ্যে ৭ হাজার ৩২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৪ জন, জেলার বাইরে চিকিৎসা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৪৩ জন।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম বলেন, কিছুদিন আগেই আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় নেমে এসেছিল, তবে সাম্প্রতিক বৃষ্টিতে জমে থাকা পানির কারণে আবার সংক্রমণ বাড়ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন