জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার দীর্ঘদিন ধরেই অভিনয়গুণ, সৌন্দর্য ও ব্যক্তিত্বে দর্শকের হৃদয়ে জায়গা করে রেখেছেন। কিছুটা সময় আলোচনার বাইরে থাকলেও সম্প্রতি আবারও নতুন উদ্যমে ফিরেছেন তিনি। সামাজিক মাধ্যমে প্রকাশিত তার সাম্প্রতিক ছবি ঘিরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
বেগুনি রঙের পোশাকে, হাসিমুখে ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে ধরা দিয়েছেন কুসুম। ছবিগুলো ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মন্তব্যে ভেসে এসেছে প্রশংসা। একজন লিখেছেন, “বয়স তো কেবল ক্যালেন্ডারের সংখ্যা। কুসুম আজও আগের মতোই প্রাণবন্ত, ফিট ও অনন্যসুন্দর। একজন প্রকৃত অভিনেত্রী যেমন হওয়া উচিত, তিনি তার উজ্জ্বল উদাহরণ।” অসংখ্য ভক্ত এই মন্তব্যে সহমত জানিয়েছেন।
৪৩ বছর বয়সী এই অভিনেত্রী নিজেই স্বীকার করেন, বয়স নিয়ে তার কোনো সংকোচ নেই। তিনি বলেন, স্টারডম বা গ্ল্যামারের আড়ালে বাস্তবতাকে লুকোনো তার স্বভাব নয়। তাই বয়স বাড়লেও সৌন্দর্য, লাবণ্য কিংবা আবেদনময় উপস্থিতি একটুও কমেনি। বরং বয়সের সঙ্গে আরও স্পষ্ট হয়েছে তার আভিজাত্য ও আত্মবিশ্বাস।
অভিনয়ের পাশাপাশি কুসুমের গ্ল্যামার ও ব্যক্তিত্ব তাকে নতুন করে আলোচনায় এনেছে। দীর্ঘ বিরতির পর দর্শকরা আবারও তাকে প্রাণবন্ত রূপে ফিরে পেয়ে মুগ্ধ। ভক্তদের মতে, কুসুম প্রমাণ করেছেন শিল্প, সৌন্দর্য ও আকর্ষণ কখনো বয়সের সীমায় আবদ্ধ থাকে না।