Ridge Bangla

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পাচ্ছেন ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধিদপ্তরের উদ্যোগে এ বছর চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার ২০২৫’ প্রদান করা হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ, শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হবে।

বুধবার (১৮ জুন) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, যাঁরা পুরস্কার পাচ্ছেন—

১. বন্যপ্রাণী সংরক্ষণ (ব্যক্তি ক্যাটাগরি): মো. ফজলে রাব্বী, নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগরের বাসিন্দা। বন্যপ্রাণী সুরক্ষায় স্থানীয়ভাবে সক্রিয় ভূমিকার জন্য তিনি এ সম্মাননা পাচ্ছেন।

২. বন্যপ্রাণী সংরক্ষণ (প্রতিষ্ঠান ক্যাটাগরি): বার্ড কনজারভেশন অ্যালায়েন্স, শেরপুর। প্রতিষ্ঠানটি পাখিসহ বিভিন্ন বন্যপ্রাণী রক্ষায় কাজ করছে।

৩. বন্যপ্রাণী শিক্ষা ও গবেষণা (ব্যক্তি ক্যাটাগরি): অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি গবেষণা ও শিক্ষার মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণে ভূমিকা রেখে চলেছেন।

৪. বন্যপ্রাণী শিক্ষা ও গবেষণা (প্রতিষ্ঠান ক্যাটাগরি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। বিভাগের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেফালী বেগম।

নীতিমালা অনুযায়ী, প্রতিটি শ্রেণির পুরস্কারের অন্তর্ভুক্ত থাকছে—

  • ২২ ক্যারেটের স্বর্ণপদক (২৩.৩৩ গ্রাম)

  • ১ লক্ষ টাকার চেক

  • সম্মাননা সনদ

সরকার এই পুরস্কারের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণে নিয়োজিত ব্যক্তিদের কাজকে স্বীকৃতি দিচ্ছে এবং জীববৈচিত্র্য রক্ষায় তাঁদের উৎসাহিত করছে। পরিবেশ রক্ষা ও টেকসই ভবিষ্যতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

আরো পড়ুন