সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে এবার বন্ধুকে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তিকে ফোনে ডেকে এনে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে তাসকিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল রাতে মিরপুর এক নম্বর এলাকায়। অভিযোগ দায়ের করা হয় একই রাতে। তবে তাসকিন আহমেদ সব অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষ্য, এমন কোনো ঘটনা ঘটেনি এবং তাকে ইচ্ছাকৃতভাবে বিব্রত করতে এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
অভিযোগে বলা হয়, রোববার দিবাগত মধ্যরাতে তাসকিন আহমেদ তার বন্ধু সৌরভকে ফোনে ডেকে মিরপুর ১ নম্বরে নিয়ে যান এবং সেখানে তাকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন। এছাড়া সৌরভকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ারও অভিযোগ আনা হয়েছে।
সৌরভ এক গণমাধ্যমকে জানান, ঘটনার সময় তাসকিন মদ্যপ অবস্থায় ছিলেন। মিরপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, তাসকিনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি হয়েছে।
থানা সূত্র জানায়, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যা তাসকিন নিজেও স্বীকার করেছেন। তবে বর্তমানে দু’জনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ দেখা দিয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানা গেছে।