বড় ব্যবধানে ঐতিহাসিক জয় ট্রাম্পের, উচ্ছ্বসিত জনতা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা না করা হলেও বিজয়ী কে, তা বুঝে গেছে বিশ্ব। কারণ, এরইমধ্যে ইলেক্টোরাল ভোটের বিজয়রেখা অতিক্রম করেছেন ডোনাল্ড ট্রাম্প। দিয়েছেন বিজয় ভাষণ। দেশটির জনগণ আবারও একটি শক্তিশালী নেতৃত্বের প্রতিশ্রুতি নিয়ে নতুন যাত্রা শুরু করতে চায়। আর ভাষণে তেমন ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। তার এই জয় তার নেতৃত্বের প্রতি জনগণের পুনর্বিশ্বাসকে প্রমাণ করে। কারণ, প্রেসিডেন্ট থাকা অবস্থায় গতবারের নির্বাচনে তিনি জো বাইডেনের কাছে হেরে যান।

প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত এই নেতা তার জয়ের পর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে একতা, স্থিতিশীলতা এবং উদ্ভাবনের আহ্বান জানান। তিনি বলেন, এই জয় শুধু একটি দলের নয়, এটি সমগ্র আমেরিকানদের। আমরা একসঙ্গে মিলে আরও উন্নত, শক্তিশালী এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক একটি যুক্তরাষ্ট্র গড়ে তুলব।

এবারের নির্বাচনে বিভিন্ন ইস্যু যেমন অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে ভোটারদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি দিয়ে তিনি বিপুল সমর্থন লাভ করেন।

ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যেখানে কিছু রাজ্যে মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে বিজয় নির্ধারিত হয়। নির্বাচনে বড় সংখ্যায় মেইল-ইন ভোট ও আগাম ভোট প্রদান করা হয়েছিল, যা ভোটগণনায় কিছুটা সময় নিয়েছিল, তবে নির্বাচন কমিশন নির্ভুল ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ফলাফল প্রকাশ করে।

এখন ট্রাম্প বিশ্বনেতাদের শুভেচ্ছা ও অভিন্দনে ভাসছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্বনেতারা যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্বের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন এবং বৈশ্বিক শান্তি ও উন্নয়নে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *