ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবার বড় পর্দায় পা রাখার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে নাটকে সাফল্যের সঙ্গে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতা জানিয়েছেন, চলচ্চিত্রে কাজ করতে হলে ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করতে হয়। এ কারণে তিনি সময় নিয়ে, পরিকল্পনা করে আগাচ্ছেন।
তৌসিফের মিডিয়ায় যাত্রা শুরু হয়েছিল র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। এরপর ২০১৩ সালে রাজিব পরিচালিত নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এর মাধ্যমে অভিনয়জীবনের সূচনা হয় তার। এয়ারটেলের ব্যানারে নির্মিত ওই নাটকই ছিল তার জনপ্রিয়তার প্রথম ধাপ।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তৌসিফ বলেন, “আমি সামনে সিনেমায় কাজ করতে চাই। তবে বড় পর্দার জন্য প্রস্তুতি একদিনে হয় না। সময় দিয়ে ধাপে ধাপে তৈরি হতে হয়। আমি দেখেছি, যখন কোনো একটি কাজে মন দিয়ে দীর্ঘ সময় দেওয়া যায়, তখন তার ফলাফলও অন্যরকম হয়।”
তিনি জানান, বর্তমানে প্রতিটি নাটকে ১৩ থেকে ১৪ দিন সময় দিচ্ছেন, যেখানে আগে সাধারণত ৭ থেকে ১০ দিনেই কাজ শেষ হতো। কাজের মান ও গভীরতায় উন্নয়ন আনতেই তিনি এই বাড়তি সময় ব্যয় করছেন।
নাটকের বাজেট নিয়েও আত্মবিশ্বাসী তৌসিফ বলেন, “আমি এখন প্রতিটি কাজকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ হিসেবে দেখছি। তাই মানের সঙ্গে কোনো আপস করছি না। এ জন্য বলতেই পারি আমার নাটকের বাজেট বর্তমানে সবচেয়ে বেশি।”
ছোট পর্দায় নিজের অবস্থান সুদৃঢ় করার পর এবার বড় পর্দায় নতুন রূপে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তৌসিফ মাহবুব। তার পরিকল্পনা ও মনোভাব প্রমাণ করে, অভিনয় তার কাছে শুধুই একটি পেশা নয় বরং এটি তার কাছে এক নিবেদিত শিল্পচর্চা।