সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তবে এমন বড় জয়ের পরও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলার। কারণ তার হতাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনার কর্দমাক্ত ও ভারী মাঠ।
টানা বৃষ্টিতে মাঠ কাদায় ভরে যাওয়ায় খেলোয়াড়দের স্বাভাবিক খেলায় ব্যাঘাত ঘটে। বিষয়টি স্বীকার করে নিয়েছেন দুই দলের কোচই। ম্যাচ শেষে কোচ বাটলার বলেন, “প্রথমত, গতিময় ও আক্রমণাত্মক ফুটবলের জন্য কন্ডিশন খুবই কঠিন ছিল। আমরা অনেক সহজ সুযোগ মিস করেছি। ফিনিশিংয়ে আরও কার্যকর হওয়া উচিত ছিল। তবে মাঠ ছিল খুব ভারী, যা আমাদের পরিকল্পনায় প্রভাব ফেলেছে। এটা অবশ্য কারো দোষ নয়, আবহাওয়া অনিয়ন্ত্রিত। তবুও ৯ গোল করতে পেরেছি, সেটাই বড় কথা।”
বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন সাগরিকা। জোড়া গোল করেন মুনকি আক্তার। একটি করে গোল করেন স্বপ্না রানী, শিখা জাহান, রুপা আক্তার ও শান্তি মার্ডি। কোচ বাটলার জানান, “সাগরিকা দুর্দান্ত ছিল, নবীরন ছিল মানসিকভাবে শক্ত, শিখাও ভালো করেছে। শেষ দিকে একটি গোল হজম করায় কিছুটা হতাশা আছে। তবে ভালো লাগছে যে ম্যাচটি কোনো চোট ছাড়াই শেষ করতে পেরেছি।”
শ্রীলঙ্কার একাধিক খেলোয়াড় ম্যাচে চোট পান। শ্রীলঙ্কার কোচ সিরান্থা কে কালহাথ বলেন, “বাংলাদেশ খুব ভালো দল। আমরা অনেক নতুন খেলোয়াড় নিয়ে খেলেছি। তবে মাঠের অবস্থা একেবারেই ভালো ছিল না। কিছু খেলোয়াড় চোট পেয়েছে। আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নয়, তবে এমন মাঠ আশা করিনি।”