Ridge Bangla

বড়পুকুরিয়ায় নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু, লক্ষ্যমাত্রা ৩.৯৪ লাখ টন

দেড় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ১৪০৬ নম্বর ফেজ থেকে আনুষ্ঠানিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টা থেকে পূর্ণাঙ্গভাবে উত্তোলন কার্যক্রম চালু হয়।

শনিবার সকাল থেকে পরীক্ষামূলক উত্তোলন শুরু হয়েছিল বলে জানান খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবু তালেব ফারাজি। তিনি বলেন, “ভূগর্ভস্থ নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে।”

এই ফেজ থেকে মোট ৩ লাখ ৯৪ হাজার টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী খান মো. জাফর সাদিক জানান, প্রাথমিকভাবে দৈনিক ১,৫০০ থেকে ২,০০০ টন কয়লা উত্তোলন করা হবে। পরবর্তীতে এ পরিমাণ বাড়িয়ে ৩,০০০ থেকে ৩,৫০০ টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

গত ২৩ জুন ১৩০৫ নম্বর পুরোনো ফেজের কয়লা শেষ হয়ে যাওয়ায় খনির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। নতুন ফেজ চালুর ফলে উত্তোলিত কয়লা সরাসরি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে।

আরো পড়ুন