Ridge Bangla

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন সাময়িক বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাখনিতে মজুদ ফুরিয়ে যাওয়ায় কয়লা উত্তোলন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সোমবার (২৩ জুন) দুপুর থেকে খনির ১৩০৫ নম্বর কোল ফেইজের কয়লা শেষ হওয়ায় উত্তোলন কার্যক্রম বন্ধ করা হয়।

বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানিয়েছেন, নতুন ১৪০৬ নম্বর ফেইজে যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগস্টের প্রথম সপ্তাহে ওই ফেইজ থেকে পুনরায় কয়লা উত্তোলন শুরু হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে ১৩০৫ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয় এবং এ পর্যন্ত প্রায় ৫ লাখ ১ হাজার টন কয়লা উত্তোলন করা হয়েছে। নতুন ১৪০৬ ফেইজ থেকে প্রায় ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের সম্ভাবনা রয়েছে।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র সচল রাখার বিষয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, কোল ইয়ার্ডে বর্তমানে প্রায় ৫ লাখ টন কয়লা মজুদ রয়েছে। এখন ১ নম্বর ইউনিট থেকে ৬০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে ২ নম্বর ইউনিটটি আপাতত বন্ধ রয়েছে।

কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার বলেন, নতুন ফেইজ প্রস্তুতের জন্যই কয়লা উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উন্নয়ন কাজ শেষে নির্ধারিত সময়েই উত্তোলন আবার শুরু হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন