আজ মঙ্গলবার বিকেলের দিকে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজারের সেন্টমার্টিন্স দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ২১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বিকেল বেলায় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’ একটি ট্রলার সহ এসব রোহিঙ্গাকে আটক করে। মাছ ধরার ট্রলারে করে বিপুল সংখ্যক রোহিঙ্গা সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। তাৎক্ষণিকভাবে নৌবাহিনী জাহাজ ‘এফভি কুলসুমা’ এর নিকট পৌঁছিয়ে ট্রলারের গতিপথ রোধ করে এবং তল্লাশি চালিয়ে ২১৪ জন যাত্রীকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে। আটকরা সকলেই বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক। নৌবাহিনীর জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানিয়েছে, ট্রলারটি ৮ এপ্রিল ভোর রাতের দিকে কক্সবাজার জেলার টেকনাফের শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল।