কক্সবাজারের টেকনাফ উপকূলের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে ১৪ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, টেকনাফ পৌরসভার কায়ুখখালী ঘাট থেকে মাছ ধরতে যাওয়া দুটি ট্রলারসহ জেলেদের আটক করে রাখাইনের নাইক্ষ্যংদিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। আটক ট্রলার দুটি স্থানীয় বাসিন্দা মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন।
ঘটনার সত্যতা আরাকান আর্মি পরিচালিত অনলাইন নেটওয়ার্কে প্রকাশিত এক বিবৃতিতেও পাওয়া গেছে। তারা দাবি করেছে, বাংলাদেশি ট্রলারগুলো মিয়ানমারের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করেছিল।
কায়ুখখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, মাছ ধরতে যাওয়া আরও অনেক ট্রলার এখনো ঘাটে ফেরেনি। অন্যদিকে স্থানীয় ট্রলার মালিকরা বলছেন, এর আগেও অনেকবার জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, ফলে নাফ নদী ও আশেপাশের সমুদ্র এলাকায় মাছ ধরা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।