Ridge Bangla

বগুড়ায় ৭ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্কুল ব্যাগভর্তি জালনোটসহ এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম রিয়াজুল ইসলাম (৩৯)। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন রিয়াজুলকে থামিয়ে তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা স্কুলব্যাগ থেকে এক হাজার ৪০০ পিস ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয়। উদ্ধার করা জালনোটের মোট মূল্য সাত লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজুল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে জালনোট চক্রের সঙ্গে যুক্ত এবং দেশের বিভিন্ন এলাকায় এসব জালনোট সরবরাহ করে আসছেন। পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে পুলিশ জালনোট চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। তারা মনে করছে, এটি একটি বড় চক্রের অংশ, যারা রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জালনোট সরবরাহ করছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও, পুলিশ বলছে চক্রটি চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন