দক্ষিণী সিনেমার বহুল আলোচিত ছবি ‘কানতারা: চ্যাপ্টার ১’ মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজত্ব করছে। ২ অক্টোবর মুক্তির পর মাত্র তিন দিনেই ভারতে আয় করেছে প্রায় ১৯৫.৫ কোটি টাকা, বিদেশে আরও ২২.৫ কোটি টাকা। ফলে বিশ্বব্যাপী এ পর্যন্ত সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২১৮ কোটি টাকা।
প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিতেও আলোচনায় রয়েছেন অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠি। তবে এবার সমানভাবে আলোচনায় এসেছেন নতুন মুখ রুক্মিণী বসন্ত। সিনেমায় তার অভিনয় ও উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে। বিশেষ করে ঋষভের সঙ্গে তার অভিনয় সমানতালে এগিয়েছে, যা তাকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে।
রুক্মিণীর রূপ ও অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট মহলে তাকে ইতিমধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রতিশ্রুতিশীল অভিনেত্রী হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, তিনি ইতিমধ্যে কয়েকটি বড় প্রজেক্টে সই করেছেন। এর মধ্যে রয়েছে দুটি কন্নড় ছবি, একটি এনটিআর-নীল পরিচালিত সিনেমা এবং যশের সঙ্গে ‘টক্সিক’ নামের আরেকটি বড় বাজেটের ছবি। এছাড়া তামিল ও বলিউড থেকেও প্রস্তাব পাচ্ছেন তিনি।
এক সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, “কানতারা ২ আমাকে শুধু পরিচিতিই দেয়নি, বরং নতুন চ্যালেঞ্জও এনে দিয়েছে। সামনে আরও বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চাই।”
সমালোচকদের মতে, আবেগঘন দৃশ্যে তার সাবলীল অভিনয় ও শেষ অংশে ভিন্নরূপে উপস্থিতি দর্শকদের চমকে দিয়েছে। থিয়েটার ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করা রুক্মিণী এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমার মাধ্যমে নিজের ক্যারিয়ারে নতুন উচ্চতায় পৌঁছেছেন।