প্রথমবারের মতো বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সরাসরি চিঠি পাঠিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ২৯ সেপ্টেম্বর পাঠানো ওই চিঠিতে তিনি ৪৬৪ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৭০৭ কোটি টাকা বকেয়া দ্রুত পরিশোধের অনুরোধ জানান।
চিঠিতে বলা হয়, গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের বিপরীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে উল্লেখযোগ্য অঙ্কের বকেয়া রয়েছে। এ বিলম্ব ঋণদাতা ও অংশীদারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। আদানি অভিযোগ করেন, জুন মাসে পিডিবির সঙ্গে বৈঠকে আশ্বাস দেওয়া হলেও ৩০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া শোধ হয়নি।
বিদ্যুৎ বিভাগ চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গত জুলাই পর্যন্ত সব বকেয়া পরিশোধ করা হয়েছিল, তবে এর পর আবার নতুন বকেয়া জমেছে। বর্তমানে পিডিবি এ নিয়ে কাজ করছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, বিষয়টি নীতিগত নয়, বরং এন্টারপ্রাইজ লেভেলের ইস্যু।
চিঠিতে আদানি বাংলাদেশের পূর্ববর্তী পেমেন্টের প্রশংসা করলেও সতর্ক করেন, সুনির্দিষ্ট সময়সূচি ছাড়া বকেয়া বিলম্বিত হওয়া ভবিষ্যৎ সহযোগিতায় প্রভাব ফেলতে পারে। এদিকে, কয়লার দাম ও বিদ্যুতের ইউনিট ব্যয় নিয়ে পিডিবি ও আদানির মধ্যে বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি। আলোচনায় অগ্রগতি না হলে বিষয়টি আন্তর্জাতিক সালিশে গড়াতে পারে।
আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষরিত এ চুক্তি শুরু থেকেই সমালোচিত। বর্তমান সরকার ইতোমধ্যে একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে, যা চুক্তি সংশোধন ও আন্তর্জাতিক পর্যায়ে আইনি পদক্ষেপের সুপারিশ দিয়েছে।