জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ বৃহস্পতিবার (৩ জুলাই) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে এক জোরালো প্রতিবেদন উপস্থাপন করেছেন। তিনি দেশটির বিরুদ্ধে গণহত্যার দায়ে পূর্ণ বাণিজ্যিক ও আর্থিক নিষেধাজ্ঞা আরোপ এবং অস্ত্র সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
প্রতিবেদনে তিনি বলেন, “ইসরায়েল একটি গণহত্যার অর্থনীতি পরিচালনা করছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থনৈতিক ও সামরিক সহায়তায় দীর্ঘস্থায়ী হয়ে উঠেছে।” তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক কোম্পানিগুলোর সহায়তা ছাড়া এ ধরনের সহিংসতা এতটা টেকসই হতো না।
আলবানিজ তার প্রতিবেদনে ডজনখানেক বহুজাতিক কোম্পানির নাম উল্লেখ করেন, যাদের মধ্যে রয়েছে অবকাঠামো নির্মাণ, নজরদারি প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান। তিনি বলেন, এসব প্রতিষ্ঠান কার্যত ইসরায়েলের দখলদার ও দমনমূলক কর্মকাণ্ডে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, “শুধু নিন্দা নয়, এই ধরনের অপরাধ ঠেকাতে অর্থনৈতিক ও সামরিক সহায়তা বন্ধ করতে হবে। এটাই ন্যায়ের পক্ষে দাঁড়ানোর একমাত্র কার্যকর উপায়।”
তার বক্তব্য আন্তর্জাতিক পরিসরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বেশ কয়েকটি দেশ ও মানবাধিকার সংস্থা তার প্রতিবেদন পর্যালোচনা শুরু করেছে বলে জানা গেছে।