Ridge Bangla

ফ্যাসিস্ট রাষ্ট্রপতি বাংলাদেশ তুলে দিয়েছিলেন শেখ হাসিনার হাতে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার (২৬ জুলাই) রাতে কিশোরগঞ্জে এক সমাবেশে বলেন, “ফ্যাসিস্ট সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের গণতন্ত্র হত্যা করে দেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিলেন। সেই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ শুরু হয়েছিল কিশোরগঞ্জ থেকেই।”

পদযাত্রা শেষে কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বরে আয়োজিত এই সমাবেশে নাহিদ বলেন, “এই জেলায় স্কুল আছে কিন্তু শিক্ষক নেই, হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নেই, যুবসমাজ আছে কিন্তু কর্মসংস্থান নেই। বাজেট আছে কিন্তু রাস্তা নেই। রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু মানুষের উন্নয়ন ছিল না। আমরা এই কিশোরগঞ্জের চেহারা বদলাতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা বিচার, সংস্কার ও একটি নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি! যে সংবিধানে থাকবে মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচারের নিশ্চয়তা। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সমবেত হয়ে আমরা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায়ের শপথ নেব।”

কিশোরগঞ্জের হাওরবাসীর সংগ্রাম ও অবদান তুলে ধরে তিনি বলেন, “এই অঞ্চলের কৃষক-শ্রমিকেরা পরিশ্রমী হলেও ন্যায্য মূল্যায়ন পায় না। হাওরের মাছ সারাদেশে যায়, অথচ এখানকার মানুষ থেকে যায় অবহেলিত। কিশোরগঞ্জকে একটি শিল্পোন্নত ও সমৃদ্ধ শহরে রূপান্তরিত করতে এনসিপি কাজ করবে।”

তিনি আরও বলেন, “দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য বহু ভাইবোন শহীদ হয়েছেন। কিশোরগঞ্জ হবে এনসিপির অন্যতম দুর্গ—আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করে।”

আরো পড়ুন