পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকে ‘একুশ শতকের বিভীষিকা’ আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ফ্যাসিবাদের রাহুমুক্ত। মঙ্গলবার (৫ আগস্ট) ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এক ফেসবুক লাইভে তিনি এসব মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “আজ থেকে এক বছর আগে, ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় জনগণের জন্য এটি এক আনন্দের দিন, এক বিজয়ের দিন।” তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে এবং এটি প্রতি বছর সরকারি ছুটির দিন হিসেবে পালিত হবে।
তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে গুম-খুন, অপহরণ ও নির্যাতন ছিল প্রতিদিনের ঘটনা। তার শাসনে গোপন বন্দিশালা ‘আয়নাঘর’ তৈরি করে বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী ও কমিশনার চৌধুরী আলমের মতো অনেককেই গুম করা হয়।
তারেক রহমান অভিযোগ করেন, “বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান অকার্যকর করে দেওয়া হয়েছিল। মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়। শিক্ষা ব্যবস্থাও ধ্বংসের চূড়ান্ত প্রক্রিয়ায় ছিল।”
তিনি আরও বলেন, “অর্থনীতি ধ্বংস করে ব্যাংকগুলো দেউলিয়া করা হয়, আর বিদেশে পাচার হয় ২৮ লাখ কোটি টাকা। দেশ তখন ব্যক্তিতন্ত্রের অধীনে ছিল। তবে সেই ফ্যাসিবাদের শেষ রক্ষা হয়নি। দেশের সর্বস্তরের মানুষ একত্র হয়ে রাজপথে নামার কারণেই স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।”