ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতপার্থক্য নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দলগুলো একে অপরকে সমালোচনা করলেও, মূলত তারা পরস্পরের সহযোগী এবং একটি বৃহত্তর লক্ষ্যের দিকেই এগোচ্ছে—ফ্যাসিবাদবিরোধী ঐক্য।” তিনি আরও জানান, দলগুলো আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে জোর দিয়েছে বিএনপি।
তিনি বলেন, “মাঠে কথাবার্তা যাই থাকুক, আলোচনার টেবিলে তাদের ঐক্য অটুট। এটি একটি ইতিবাচক রাজনৈতিক বার্তা।”
বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আপনাদের ঐক্য যদি আরও দৃশ্যমান হয়, তবে জনগণ অনেক বেশি স্বস্তি পাবে।” এ সময় দলীয় নেতারা জানান, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ এবং প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দেওয়াই প্রমাণ করে যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত।
রাজনৈতিক দলগুলো সরকারের প্রতি আহ্বান জানায়, যেন সরকার ফ্যাসিস্ট ও উগ্রপন্থী সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। নেতারা ভবিষ্যতেও সংলাপে অংশগ্রহণ এবং সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের প্রতিশ্রুতি দেন।