Ridge Bangla

ফের ভরাডুবির আশঙ্কায় আমির খানের ‘সিতারে জামিন পার’

‘লাল সিং চাড্ডা’-এর ব্যর্থতার পর ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা আমির খান। বহুদিন ধরেই ভক্তরা অপেক্ষা করছিলেন তার নতুন ছবি ‘সিতারে জামিন পার’-এর জন্য। অনেকেই ভেবেছিলেন, এই সিনেমাই হয়তো ফিরিয়ে আনবে আমিরের হারানো বক্স অফিস সাফল্য। তবে মুক্তির প্রথম দিনের আয় সে প্রত্যাশায় কিছুটা ভাটা ফেলেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘সিতারে জামিন পার’ মুক্তির প্রথম দিন আয় করেছে মাত্র ১১.০৫ কোটি রুপি, যা ‘লাল সিং চাড্ডা’র প্রথম দিনের আয় ১১.৭ কোটি রুপির চেয়েও কম। এই পরিসংখ্যান বলিউড অঙ্গনে আবারও প্রশ্ন তুলেছে—আমির কি আবারও এক ব্যর্থতার মুখোমুখি?

‘সিতারে জামিন পার’ একটি স্পোর্টস ড্রামা, যেখানে গল্প ঘুরে বেড়ায় ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে নিয়ে, যাদের বাস্কেটবল প্রশিক্ষণ দেন ‘অমিতাভ’ নামের একজন কোচ। এই চরিত্রে অভিনয় করেছেন আমির খান। শিশু চরিত্রে অভিনয় করেছেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর। আমিরের বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। সিনেমাটি পরিচালনা করেছেন আরএস প্রসন্ন এবং এটি স্প্যানিশ ছবি ‘ক্যাম্পিওনেস’-এর হিন্দি রিমেক।

সমালোচকরা ছবিটির মানবিক বার্তা এবং সামাজিক প্রেক্ষাপটের প্রশংসা করলেও বক্স অফিস আয় আশানুরূপ না হওয়ায় ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, দর্শকের সাড়া পরবর্তী দিনগুলোতে সিনেমাটিকে কোন দিকে নিয়ে যায়—পুনরুত্থান নাকি আরেকটি ভরাডুবি?

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন