Ridge Bangla

ফের বাংলা গানে রাহাত ফতেহ আলী খান

দক্ষিণ এশিয়ার কিংবদন্তি সুফি কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খান আবারও বাংলা গানে কণ্ঠ দিলেন। নতুন এই গানের শিরোনাম ‘তুমি আমার প্রেম পিয়াসা’। রাহাতের সঙ্গে দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি গায়িকা রুবাইয়াত জাহান।

গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা কাশেফ। দুবাইয়ের প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিও-তে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির প্রযোজনায় রয়েছে জনপ্রিয় লেবেল ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

রুবাইয়াত জাহান বলেন, “লন্ডনে একবার রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি বাংলা গানের প্রতি আগ্রহ প্রকাশ করেন। পরে রাজা কাশেফ যখন গানটির প্রস্তাব দেন, তিনি আন্তরিকভাবে কণ্ঠ দেওয়ার সম্মতি জানান।”

গানটির ভিডিওচিত্র ধারণ করা হবে লন্ডনের বিভিন্ন মনোরম লোকেশনে এবং খুব শিগগিরই এটি ডিএমএস-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

এর আগে রাহাত ফতেহ আলী খান বাংলা সিনেমা ও অ্যালবামের জন্য একাধিক গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। তবে এবার নতুন প্রজন্মের শিল্পী রুবাইয়াত-এর সঙ্গে গাওয়া এই গানটি নিয়ে দর্শক-শ্রোতাদের মাঝে নতুন কৌতূহল ও উত্তেজনা তৈরি হয়েছে।

আরো পড়ুন