Ridge Bangla

ফের চাকরি হারালেন হোসে মরিনহো

হোসে মরিনহো এখন কোচিং পেশার যাযাবর। এক মৌসুম এ ক্লাবে তো পরের মৌসুম অন্য ক্লাবের ডাগ আউটে তিনি। কিছুতেই থিতু হতে পারছেন না কোথাও। হোক সেটা প্রিমিয়ার লিগ, ইতালির সি আ কিংবা তুর্কি লিগ। এবার তুর্কি ক্লাব ফেনারবাচে থেকেও চাকরি হারালেন তিনি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ফেনারবাচে। এই ব্যর্থতার জেরে প্রধান কোচ জোসে মরিনহোকে বরখাস্ত করল তুর্কি ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে বেনফিকার কাছে হেরেছে ফেনারবাচে। প্রথম লেগে ঘরের মাঠে পর্তুগিজ ক্লাবটির সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। দ্বিতীয় লেগে এস্তাদিও দ্য লুজ থেকে ১-০ গোলের হার নিয়ে ফেরে ফেনারবাচে। তাতেই ইউরোপের শীর্ষ লিগে খেলার সুযোগ হাতছাড়া করে ক্লাবটি।

তার এবারের চাকরি হারানোর কারণ ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগে জায়গা না পাওয়া। ফেনারবাচে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের ম্যাচে বেনফিকার বিপক্ষে ১-০ গোলে হেরেছে। এই হারে তাদের ইউরোপ সেরার লড়াইয়ে খেলার সুযোগ শেষ হয়ে গেছে। এরপরই ক্লাবের পক্ষ থেকে তাকে বরখাস্তের ঘোষণা দেওয়া হয়েছে। এক্সে ক্লাবের পক্ষ থেকে এক পোস্টে বলা হয়েছে, ২০২৪-২৫ মৌসুমে দলের সঙ্গে কাজ শুরু করা মরিনহোর সঙ্গে ক্লাব চুক্তি শেষ ঘোষণা করছে। ক্লাবের জন্য তিনি যে চেষ্টা ও পরিশ্রম দিয়েছেন তার জন্য ধন্যবাদ। তার সুন্দর ভবিষ্যত কামনা করছি।

২০১৩ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর মরিনহো চেলসিতে যোগ দেন। লিগ শিরোপা জিতলেও ক্লাবে দুই মৌসুম পার করতে পারেননি তিনি। পরে আরও একবার ব্লুজদের সঙ্গে চার বছরের চুক্তি করে ওই বছরই চাকরি হারান। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েও সাফল্য না পাওয়ায় দুই মৌসুম পরে ছাঁটাই করা হয় তাকে। টটেনহ্যামে গিয়েও দুই মৌসুম পার করতে পারেননি। ২০২১ সালে ইতালির ক্লাব রোমায় যোগ দিয়ে তৃতীয় মৌসুমের শুরুতে চাকরি হারান। তার ফেনারবাচে ছাড়তে হচ্ছে এক বছর পরই।

ফেনারবাচেতে যোগ দেওয়ার কয়েক মাস আগে মরিনহোকে বরখাস্ত করে রোমা। বেনফিকা দিয়ে ২০০০ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন ৬২ বছর বয়সী মরিনহো। বর্ণাঢ্য ক্যারিয়ারে চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, পোর্তো, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পারের মতো ইউরোপ সেরা ক্লাবের ডাগআউটে বসেছেন তিনি।

নামটা হোসে মরিনহো বলেই চাকরি হারানোর আগেই নতুন চাকরিতে যোগ দেওয়ার গুঞ্জন শুরু হয়ে গেছে। ফেনারবাচে থেকে ছাঁটাই হওয়ার আগে সংবাদ মাধ্যমে খবর এসেছে, প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট তাকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করছে। ক্লাবটি আরেক পর্তুগিজ কোচ নুনো স্পিরিন্তো সান্তোসের সঙ্গে চুক্তি বাতিল করতে চায়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন