‘বাহুবলী’ সিনেমায় রাজমাতার চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী রামায়া কৃষ্ণান। তবে রূপালি পর্দায় সাফল্যের পাশাপাশি একসময় তার ব্যক্তিজীবন ঘিরেও তৈরি হয়েছিল তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড়। সেই পুরনো প্রেম, অন্তঃসত্ত্বা হওয়া এবং গর্ভপাত সংক্রান্ত গুঞ্জন ফের আলোচনায় এসেছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ১৯৯৯ সালে পরিচালক কে. এস. রবি কুমারের সঙ্গে একটি সিনেমায় কাজ করতে গিয়ে রামায়া কৃষ্ণানের ঘনিষ্ঠতা বাড়ে। তখন রবি কুমার বিবাহিত ছিলেন এবং রামায়া ছিলেন অবিবাহিত। তাদের সম্পর্কের বিষয়টি সামনে আসতেই রবি কুমারের স্ত্রী এর বিরুদ্ধে তীব্র আপত্তি তোলেন এবং রামায়াকে নানা হুমকি দেন।
পরে শোনা যায়, এই সম্পর্কের ফলে রামায়া অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। কিন্তু রবি কুমার কোনো দায়িত্ব নিতে রাজি হননি। এতে রামায়া হতাশ হয়ে সম্পর্ক ছিন্ন করেন এবং গর্ভপাত করেন। এমনকি পরিচালক রবি কুমারের কাছে ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন বলেও খবর ছড়ায়।
তবে এই সম্পর্ক, অন্তঃসত্ত্বা হওয়া কিংবা গর্ভপাত—এসব অভিযোগ কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি রামায়া কিংবা রবি কুমার। বরাবরই তারা এ সবকিছুকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
পরবর্তীতে, ২০০৩ সালে রামায়া কৃষ্ণান পরিচালক কৃষ্ণা বামসিকে বিয়ে করেন। বর্তমানে তিনি স্বামী ও তাদের একমাত্র ছেলে হৃত্বিক কৃষ্ণানকে নিয়ে সুখী জীবন যাপন করছেন।
তবুও, সিনেমার রাজমাতা রামায়া কৃষ্ণানের অতীত জীবনের এই বিতর্কিত অধ্যায় মাঝেমধ্যে আলোচনায় চলে আসে, যা এখনো তার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের এক রহস্যঘেরা অংশ হিসেবে রয়ে গেছে।