বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যে নতুন মোড় এসেছে। সিবিআইয়ের চূড়ান্ত রিপোর্টে সুশান্ত আত্মহত্যা করেছেন বলে উল্লেখ থাকায় রিয়া চক্রবর্তী কিছুটা স্বস্তি পেলেও, সম্প্রতি তাকে আবারও আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সুশান্তের মৃত্যুর পর রিয়া চক্রবর্তী তাঁর দুই বোন প্রিয়াঙ্কা সিং ও মিতু সিং এবং চিকিৎসক তরুণ নাথু রামের বিরুদ্ধে অভিযোগ করেন। রিয়ার দাবি ছিল, সুশান্ত বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন এবং তাঁর বোনেরা কোনো চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধান ছাড়াই ওষুধের ব্যবস্থা করতেন। এমনকি তারা প্রায়ই ওষুধ বন্ধ করে দিতেন এবং টেক্সট মেসেজের মাধ্যমে প্রেসক্রিপশন জালিয়াতির মাধ্যমেও ওষুধ সংগ্রহ করতেন।
এই অভিযোগের ভিত্তিতেই রিয়াকে নতুন করে আদালতের নোটিশ পাঠানো হয়েছে। যদিও সিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনে রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, চুরি বা প্রতারণার মতো অভিযোগ প্রমাণিত হয়নি।
২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে এটি আত্মহত্যা হিসেবে দেখা হলেও, সময়ের সঙ্গে সঙ্গে মামলাটি ঘিরে দেশজুড়ে বিতর্ক ও তদন্ত তীব্র হয়।
উল্লেখ্য, ২৭ দিনের কারাবাসের পর রিয়া জামিন পান এবং তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকলেও তা সম্প্রতি তুলে নেওয়া হয়েছে।
নতুন এই নোটিশের পর আইনি প্রক্রিয়া কী দিকে মোড় নেয় এবং সুশান্তের মৃত্যু রহস্যে আর কোনো নতুন তথ্য সামনে আসে কিনা, এখন সেটিই দেখার বিষয়।