Ridge Bangla

ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই জাতীয় নির্বাচন: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল-মান্দারতলায় কবি ফররুক আহমেদের বাড়ি পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, “আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কেউ বানচাল করতে পারবে না।” তিনি আরও আশ্বস্ত করে জানান, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

তিনি উদাহরণ টেনে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যেমন শান্তি-শৃঙ্খলার পরিবেশ বজায় ছিল, তেমনি আগামী জাতীয় নির্বাচনেও তা নিশ্চিত করা হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশবাসী শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের সাক্ষী হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজের মত প্রকাশ করবে।

এ সময় কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শনে মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। প্রেস সচিবের এই বক্তব্যে মূলত আসন্ন জাতীয় নির্বাচনের সঠিক সময়সূচি ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার স্পষ্ট হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন