আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুরে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
রংপুরের বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সিইসি বলেন, নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তা, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা। সিইসি বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। এজন্য নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও পরবর্তী সময়ের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভোটারদের নিরাপদ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কোনো প্রকার সহিংসতা বা অবৈধ প্রভাব বরদাস্ত করা হবে না। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সমন্বয় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত বাহিনী মোতায়েনের কথাও জানান তিনি।
সিইসি আশাবাদ ব্যক্ত করেন, রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ ও জনগণের সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। তিনি সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানান, গণতান্ত্রিক চর্চা বজায় রেখে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে।