Ridge Bangla

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর যমুনায় সাতটি রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন হবে আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে। যারা জীবনে কোনোদিন ভোট দিতে পারেননি, তাদের জন্য এটি হবে নতুন অভিজ্ঞতা। আবার যারা পূর্বে ভোট দিতে গিয়ে তিক্ততার মুখোমুখি হয়েছেন, তাদেরও এবার ভিন্ন অভিজ্ঞতা দিতে হবে। “কেউ যেন বলতে না পারে, আমাকে ভোট দিতে দেওয়া হয়নি” এ বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

ড. মুহাম্মদ ইউনূস আশঙ্কা প্রকাশ করে বলেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের দিকে নিয়ে যেতে দিতে চায় না, তারা নানাভাবে বাধা সৃষ্টি করবে। এমনকি নির্বাচন বানচাল বা অস্থিতিশীল পরিবেশ তৈরিরও চেষ্টা হতে পারে। ইতোমধ্যে এর কিছু লক্ষণ দেখা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নির্বাচিত সরকারের কাছেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে। এবারের নির্বাচন হবে অনন্য ও ঐতিহাসিক। এটি কেবল অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয়, বরং বাংলাদেশের প্রতিটি নাগরিক ও সব রাজনৈতিক দলের নির্বাচন। ভবিষ্যতের বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষাই এ নির্বাচনের মূল বার্তা। এছাড়া অন্য কোনো দেশের হস্তক্ষেপ যেন না থাকে সেদিকেও সতর্ক থাকার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

আগামী দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, পূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। কেউ যাতে গণ্ডগোল তৈরি করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন