আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন নিয়ে সরাসরি আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। উত্তরে প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
এছাড়া সংবর্ধনায় প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন বিশেষ দূত সের্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন। আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও আসন্ন নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। ২০২৬ সালের শেষ নাগাদ বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এর আগে প্রধান উপদেষ্টা বিভিন্ন আন্তর্জাতিক মহলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরেছেন।