Ridge Bangla

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে সেই সময়ে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঠিক হয়েছে ঠিকই, কিন্তু সেই মাসে নির্বাচন হবে না। যদি হয়, তবে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে।” তিনি সতর্ক করে বলেন, “যেভাবে গণভবনের পতন হয়েছে, তেমনি বঙ্গভবনের পতনও তরুণদের হাত ধরেই ঘটবে।”

তিনি অভিযোগ করেন, দেশের গণমাধ্যম জনগণকে ধোঁকা দিচ্ছে। “মিডিয়ার সম্পাদকদের কোনো লজ্জা নেই। ভারতে তরুণরা বিকল্প মিডিয়া তৈরি করেছে, বাংলাদেশেও তা করতে হবে। বাংলাদেশপন্থি সাংবাদিকদের জোর করে খবর প্রকাশ করানো হচ্ছে। তারা নতুন বন্দিশালায় আবদ্ধ।” মিডিয়া মালিক ও সম্পাদকদের সমালোচনা করে তিনি আরও বলেন, “গণমাধ্যম আগে ছিল হাসিনা মাধ্যম, এখন কী হয়েছে বললে চাকরি থাকবে না।”

গোয়েন্দা সংস্থাকে উদ্দেশ করে নাসীরুদ্দীন বলেন, “আমরা আয়নাঘর ভেঙে দিয়েছি। প্রয়োজনে ডিজিএফআইয়ের সদর দপ্তরও ভেঙে দেওয়া হবে।” আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শেখ হাসিনাকে ধরে এনে বিচার করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তবেই নির্বাচন সম্ভব। তবে আমরা অযথা সংঘাতে যেতে চাই না; ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন