Ridge Bangla

ফেব্রুয়ারিতেই মহোৎসবের নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে একটি “মহা উৎসব”, যা জাতির নবযাত্রার সূচনা ঘটাবে। তিনি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, “এটা শুধু নির্বাচন নয়, এটি হবে এক মহোৎসব। যদি আমরা সমঝোতার মাধ্যমে ফয়সালা করতে পারি, তাহলে দেশ সত্যিকার অর্থেই নতুন যাত্রা শুরু করবে।”

তিনি স্বীকার করেন, কমিশন গঠনের সময় তিনি নিশ্চিত ছিলেন না উদ্যোগটি সফল হবে কি না। তবে দীর্ঘ আলোচনা ও ধৈর্যের মাধ্যমে কমিশনের সদস্যরা একটি “অভূতপূর্ব দৃষ্টান্ত” স্থাপন করেছেন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “সমঝোতার পথ ছাড়া কোনো বিকল্প নেই।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমাদের জন্য ছাত্র-জনতার অভ্যুত্থান নতুন সুযোগ তৈরি করেছে। এখন প্রয়োজন সমঝোতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়া। আপনারা ইতোমধ্যে ইতিহাসের স্মরণীয় অধ্যায় রচনা করেছেন, এখন এটাকে নিখুঁতভাবে শেষ করতে হবে।”

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, সম্মিলিত প্রচেষ্টায় গঠিত জুলাই সনদ রাজনৈতিক ঐক্যের দলিল। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতার ধারা বজায় রাখবে। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, কিছু সংস্কার সংবিধানসংশ্লিষ্ট নয়, সেগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন সম্ভব। তবে নতুন সংবিধান রচনার জন্য গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন