বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের আশ্বস্ত করেছেন—নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (৩১ আগস্ট) রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। নির্বাচনকালীন সরকার ও রাজনৈতিক পরিবেশ নিয়ে বিএনপির উদ্বেগ এবং প্রত্যাশার বিষয়গুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে। প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো সংশয় নেই।
তিনি আরও বলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। গণতন্ত্র রক্ষায় সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে নেওয়া জরুরি।
এ সময় বিএনপি মহাসচিব গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়েও কথা বলেন। তিনি বলেন, এ হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। আমাদের আশঙ্কা, ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। তবে সে সুযোগ আর নেই, কারণ জাতি এখন একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়েই এগোচ্ছে।
মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল আস্থার পরিবেশে নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন, “দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়, আমরাও সে প্রত্যাশায় দৃঢ়প্রতিজ্ঞ।”