প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো শক্তিই এ নির্বাচন বিলম্বিত করতে পারবে না। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নিজ জেলা মাগুরায় অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম জানান, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সব দপ্তর ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, বর্ষা শেষে সেপ্টেম্বরের মধ্যেই পাড়া-মহল্লায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে এবং সম্ভাব্য প্রার্থীরা জনগণের দোরগোড়ায় গিয়ে ম্যান্ডেট চাইবেন। তখন ভোটের সময় নিয়ে কারও সংশয় থাকবে না এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি মাগুরায় জুলাই-আগস্টে আওয়ামী লীগ ও যুবলীগের হামলায় নিহত ১০ জনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জানান, শহীদদের মধ্যে মেহেদী হাসান রাব্বি স্থানীয় ছাত্রদল নেতা ছিলেন এবং ঢাকায় ছোট ব্যবসা করা আলামিনও গুলিতে নিহত হন। তাদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি বাকি আট শহীদের কবরেও যাবেন বলে জানান।
প্রেস সচিব বলেন, “এই শহীদরা নতুন বাংলাদেশের নির্মাতা। তাদের আত্মত্যাগের ফলে আমরা একটি নতুন দেশ পেয়েছি, যেখানে আজ সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে।” তিনি আরও বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা তার নৈতিক দায়িত্ব।
তিনি জোর দিয়ে বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিলম্বের কোনো সুযোগ নেই। সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী সময়মতো ভোট হবে, এবং সেটি হবে মুক্ত, সুষ্ঠু ও স্বচ্ছ।”