Ridge Bangla

ফেনী ও কুমিল্লায় তীব্র বন্যার শঙ্কা

দিনভর টানা বৃষ্টিপাতে ফেনী ও কুমিল্লা জেলার দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ইতোমধ্যেই পানির নিচে চলে গেছে। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা ঢল পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে বৃষ্টি ও বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়ে তিনি জানান, ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের ত্রিপুরা রাজ্যের আগরতলার রাডার থেকে রাত ১০টা ৪২ মিনিটে পাওয়া সর্বশেষ চিত্র অনুযায়ী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় আবারও বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে ত্রিপুরা জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে।

পলাশের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাতজুড়ে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও খাগড়াছড়ি এবং ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

এর ফলে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে ফেনী ও কুমিল্লাসহ আশপাশের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের এই অবস্থায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞ পলাশ।

আরো পড়ুন