Ridge Bangla

ফেনীতে রেকর্ড বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

ফেনীতে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। সোমবার বিকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বর্ষা মৌসুমে দেশের মধ্যে সর্বোচ্চ বলে জানা গেছে। এর ফলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুইদিন ফেনীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বৃষ্টিতে ফেনী শহরের বিভিন্ন এলাকা—including শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, রামপুর, নাজির রোড—তলিয়ে গেছে। তিন-চার ফুট পানির কারণে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

পরশুরামের মির্জানগর ইউনিয়নে সিলোনিয়া নদীর ভাঙন দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। একই সঙ্গে ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে দুটি দোকান নদীতে তলিয়ে গেছে। এর ফলে রাজেশপুর সড়কের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী খালেদুল আশরাফ জানান, “রাস্তাঘাটে হাঁটু থেকে কোমর পানি। এ অবস্থায় পরীক্ষা দিতে যাওয়া অনিশ্চিত হয়ে গেছে।” এদিকে অনেক স্কুল ইতিমধ্যেই সেমিস্টার পরীক্ষা স্থগিত করেছে।

ফুলগাজীর ইউএনও ফাহরিয়া ইসলাম বলেন, “মুহুরী নদীর পানি বিপদসীমার ওপরে রয়েছে। পরিস্থিতির অবনতি হলে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে।” পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উজানে ভারী বর্ষণ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও নাজুক হতে পারে।

২০২৪ সালের ভয়াবহ বন্যার ক্ষতি এখনও কাটিয়ে উঠতে না পারা ফেনীর মানুষ এখন নতুন করে আরও একটি সম্ভাব্য বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ক্ষয়ক্ষতি কমাতে সচেষ্ট রয়েছে বলে জানিয়েছে।

আরো পড়ুন