Ridge Bangla

ফেনীতে বন্যার পানি নামতে শুরু করেছে, ক্ষতি শত কোটি টাকার বেশি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানি ফেনী জেলায় নামতে শুরু করেছে। জেলার পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল ও নদীতীরবর্তী গ্রামের পানি ইতোমধ্যে নেমে গেছে। তবে এ বন্যায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে শত কোটি টাকারও বেশি।

জেলা প্রশাসনের প্রাথমিক তথ্যে জানা গেছে, প্রায় ৩শ কিলোমিটার সড়কের মধ্যে ১২৬টি গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য আনুমানিক ৯০ কোটি টাকা। এছাড়া, ১৩৭টি গ্রামে শতাধিক ঘরবাড়ি ও ৩ হাজার ৪৭০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। প্রাণিসম্পদ খাতে ক্ষতির পরিমাণ প্রায় ৬৫ লাখ টাকা।

জেলার ছয় উপজেলায় ২ হাজার ৩৩০টি পুকুর, দীঘি ও মাছের খামার ভেসে গেছে, যার ক্ষতির পরিমাণ আনুমানিক ৮ কোটি টাকা। স্থানীয় কৃষক সাব্বির আহমেদ বলেন, “বন্যায় পাঁচ বিঘা শাকসবজির ক্ষতি হয়েছে। এভাবে চললে না খেয়ে থাকতে হবে।” মাছচাষি আলমগীর জানান, তার তিনটি পুকুরের সব মাছ ভেসে গেছে। একই অভিজ্ঞতা শেয়ার করেছেন আরেক মাছচাষি আরিফুর রহমান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিক উল্লাহ জানান, পুরোপুরি পানি নেমে গেলে ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে। ক্ষতিগ্রস্তদের জন্য প্রণোদনার প্রস্তাব পাঠানো হবে। মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তারাও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বাঁধগুলোতে ইতোমধ্যে মেরামতকাজ শুরু হয়েছে। উল্লেখ্য, গত ৮ জুলাই মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৪১টি পয়েন্টে বাঁধ ভেঙে ১৩৭টি গ্রাম প্লাবিত হয়েছিল।

আরো পড়ুন