Ridge Bangla

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি

ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর উদ্যোগে বুধবার (৯ জুলাই) দুপুরে পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ২০০ বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, পিজিবিএম। এ সময় বিতরণকৃত খাবারের প্যাকেটে ছিল খিচুড়ি, ডিম ভুনা, ডাল, সবজি ও বোতলজাত পানি।

উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি মোহাম্মদ নজরুল ইসলাম, পরশুরাম ও গুথুমা বিওপি কমান্ডার, পরশুরাম থানার ওসি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

টানা ভারী বর্ষণে পরশুরাম ও ফুলগাজী উপজেলার অন্তত ১৪টি পয়েন্টে নদীর বাঁধ ভেঙে গ্রামগুলো প্লাবিত হওয়ায় অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। তাদের সহায়তায় বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের পাশে থাকা তাদের দায়িত্ব। বন্যা-পরবর্তী সময়েও স্থানীয়দের সহায়তায় বিজিবির কার্যক্রম চলবে বলে জানানো হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন