Ridge Bangla

ফেনীতে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত ৩ জন

ফেনীর দাগনভুঞ্জা উপজেলায় কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দাগনভুঞ্জা উপজেলার সিলোনীয়া বাজারে। স্থানীয়রা জানায়, সকালেই সুগন্ধা পরিবহনের একটি বাস নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। বাসটি সিলোনীয়া বাজারে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দাগনভুঞ্জার খুশিপুরের বাসিন্দা শামিম আরা বেগম এবং দক্ষিণ জায়লস্করের বাসিন্দা মো. শ্রাবণ। নিহতদের পরিবারের সদস্যরা শোকস্তব্ধ অবস্থায় রয়েছেন।

এদিকে, গুরুতর আহতদের মধ্যে রয়েছেন দক্ষিণ জায়লস্করের বাসিন্দা জান্নাত আক্তার বৃষ্টি, তামিম, আফিয়া, সাহাব উদ্দিন, খুশিপুরের নাফসি, ফেনী সদরের দক্ষিণ মাথিয়ারার বাসিন্দা আব্দুল্লাহ ও খোদেজা বেগম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছেন। আহতদের মধ্যে কেউ কেউ সংকটাপন্ন অবস্থায় থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ফেনীর দাগনভুঞ্জা থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি এবং সড়ক পাড়ায় গাড়ি দাঁড়ানোর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। তারা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন