Ridge Bangla

ফেডারেল রিজার্ভের গভর্নরকে অপসারণের নির্দেশ দিলেন ট্রাম্প

ফেডারেল রিজার্ভ কর্মকর্তা লিসা কুককে তার পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, কুক বন্ধক চুক্তি সংক্রান্ত নথিতে ভুয়া তথ্য দিয়েছেন এবং সংবিধান অনুযায়ী তাকে অপসারণের ক্ষমতা প্রেসিডেন্টের আছে।

কুক পাল্টা বক্তব্যে জানান, ট্রাম্পের তার পদ থেকে অপসারণের কোনো ক্ষমতা নেই এবং তিনি পদত্যাগ করবেন না। তিনি বলেন, “ট্রাম্প আমাকে কারণ দেখিয়ে বরখাস্ত করার দাবি করেছেন, অথচ কোনো আইনত কারণ নেই।”

লিসা কুককে ২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন নিয়োগ দেন। তিনি ফেডারেল বোর্ডের সাত সদস্যের একজন এবং সুদের হার নির্ধারণকারী ১২ সদস্যবিশিষ্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। কুক যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান-আমেরিকান নারী যিনি এ পদে আছেন।

ট্রাম্পের এ সিদ্ধান্তকে নজিরবিহীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফেডারেল কর্মকর্তাকে প্রেসিডেন্ট অপসারণ করতে পারবেন কি না তা এখন আইনি প্রশ্নে গড়াবে বলে ধারণা করা হচ্ছে। কুকের আইনজীবী অ্যাবি ডেভিড লোয়েল বলেছেন, “প্রেসিডেন্টের অবৈধ পদক্ষেপ ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।”

এদিকে ফেডারেল রিজার্ভ এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। ট্রাম্প দীর্ঘদিন ধরে ফেড চেয়ার জেরোম পাওয়েলকেও সুদের হার কমানোর ক্ষেত্রে ব্যর্থতার জন্য সমালোচনা করে আসছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন