Ridge Bangla

ফুলবাড়ীতে জানালা ভেঙে ৫ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা চুরি, নিরাপত্তাহীনতায় পরিবার

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার পশ্চিম কাটাবাড়ী গ্রামে চুরির ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এক পরিবার। মৃত মিন্টু সরকারের স্ত্রী চাঁদ সুলতানার বাড়িতে জানালা ভেঙে ঢুকে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। ওই সময় চাঁদ সুলতানা দোতালায় ঘুমিয়ে ছিলেন। চোরেরা নিচতলার একটি ঘরের পেছনের গ্রিলকাটা জানালা ভেঙে ঘরে ঢোকে। তারা ঘরের প্রতিটি আলমিরা ভেঙে স্বর্ণের চেইন, আংটি, দুলসহ নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

পরদিন সকালে নিচতলায় নেমে চাঁদ সুলতানা জানালার গ্রিল ভাঙা দেখতে পান। ঘরে ঢুকে তিনি বুঝতে পারেন, তার মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে। পরে ফুলবাড়ী থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চাঁদ সুলতানা বলেন, “এত বড় ধরনের চুরি আমাদের এলাকায় আগে কখনো হয়নি। এখন চরম নিরাপত্তাহীনতায় আছি। চোর-ডাকাত বেড়েই চলেছে। যদি পুলিশ সময়মতো দায়িত্ব পালন করত, তাহলে হয়তো আজ এই ক্ষতির শিকার হতাম না।”

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মহিবুল বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করেছি। কীভাবে চুরি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। চোরদের শনাক্তে চেষ্টা চলছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা চুরি রোধে টহল ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন