ঢাকার ফুটপাতে ব্যবসা করা প্রান্তিক উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর ফলে যারা ফুটপাতে ক্ষুদ্র ব্যবসা করছেন, তারা বৈধভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন। এ তথ্য জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
বৃহস্পতিবার (১০ জুলাই) এসএমই ফাউন্ডেশন ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর উদ্যোগে আয়োজিত ‘ফরমালাইজ ইয়োর বিজনেস’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, “ব্যবসা বৈধকরণ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে উদ্যোক্তারা এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে যোগাযোগ করলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”
তিনি আরও জানান, আগারগাঁও এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে সব ক্ষুদ্র ব্যবসায়ীকে ট্রেড লাইসেন্স ও বৈধতা দেওয়া হবে। ডিএনসিসির এই উদ্যোগ বাস্তবায়িত হলে অনেক প্রান্তিক ব্যবসায়ী তাদের দীর্ঘদিনের অনিয়মিত ব্যবসাকে আনুষ্ঠানিক কাঠামোয় নিয়ে আসতে পারবেন, যা তাদের ব্যবসার টেকসই উন্নয়ন নিশ্চিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।