Ridge Bangla

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে রেকর্ড গড়ল সেরা চলচ্চিত্র ‘লাপাতা লেডিস’

আহমেদাবাদের কঙ্করিয়া লেকের তীরে শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হলো ঝলমলে আয়োজন ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। ই কে এ এরিনায় আয়োজিত এই আসরে বলিউড তারকাদের মিলনমেলায় সঞ্চালনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মণীশ পল। হাস্যরস, আবেগ ও গ্ল্যামারে ভরপুর এই রাতে সবচেয়ে বেশি নজর কেড়ে নেয় কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’। সেরা চলচ্চিত্রসহ মোট ১৩টি পুরস্কার জিতে এটি ফিল্মফেয়ারের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এবারের আসরের অন্যতম আকর্ষণ ছিল সেরা অভিনেতা বিভাগে যৌথ বিজয়। অভিষেক বচ্চন (‘আই ওয়ান্ট টু টক’) ও কার্তিক আরিয়ান (‘চন্দু চ্যাম্পিয়ন’) একসঙ্গে এই পুরস্কার জিতেছেন। সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট (‘জিগরা’)।

সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘লাপাতা লেডিস’, আর সেরা পরিচালক হয়েছেন কিরণ রাও। ক্রিটিক্স অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম বিভাগে জয়ী হয়েছেন সুজিত সরকার (‘আই ওয়ান্ট টু টক’)। ‘লাপাতা লেডিস’ দখল করেছে সেরা চিত্রনাট্য, সংলাপ, সঙ্গীত, ব্যাকগ্রাউন্ড স্কোর, লিরিক্স, পোশাক পরিকল্পনা ও অভিনয়সহ বহু বিভাগে পুরস্কার। সেরা সহ-অভিনেতা হয়েছেন রবি কিষাণ, সেরা সহ-অভিনেত্রী ছায়া কদম। সেরা ডেবিউ অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন নিতাংশী গোয়েল।

সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) হয়েছেন অরিজিৎ সিং, আর সেরা পোশাক পরিকল্পনা বিভাগে জয়ী দর্শন জালান। ক্রিটিক্স সেরা অভিনেতা হয়েছেন রাজকুমার রাও (‘শ্রীকান্ত’), ক্রিটিক্স সেরা অভিনেত্রী প্রতিভা রান্তা (‘লাপাতা লেডিস’)। সেরা অ্যাকশন বিভাগে জিতেছে ‘কিল’। সেরা নবাগত পরিচালক হয়েছেন কুণাল খেমু (‘ম্যাডগাঁও এক্সপ্রেস’) ও আদিত্য সুহাস জামভালে (‘আর্টিকেল ৩৭০’)।

আজীবন সম্মাননা পেয়েছেন জিনাত আমান ও প্রয়াত নির্মাতা শ্যাম বেনেগাল, যাদের অবদান ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অনন্য।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন