Ridge Bangla

ফিলিস্তিনি শিশুর মর্মান্তিক গল্প নিয়ে চলচ্চিত্র, প্রযোজনায় ব্র্যাড পিট-ফিনিক্স

ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের করুণ বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ নামের চলচ্চিত্র। হলিউডের দুই অস্কারজয়ী তারকা ব্র্যাড পিট ও জোয়াকুইন ফিনিক্স ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন। তিউনিশিয়ান পরিচালক কাওথার বেন হানিয়া পরিচালিত এই চলচ্চিত্রটি আসন্ন ভেনিস চলচ্চিত্র উৎসবে ৩ সেপ্টেম্বর প্রিমিয়ার হবে।

শুধু পিট ও ফিনিক্সই নন, ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন আরও বেশ কয়েকজন প্রভাবশালী হলিউড ব্যক্তিত্ব। তাদের মধ্যে রয়েছেন জোনাথন গ্লেজার, রুনি মারা, আলফোনসো কুয়ারন, জেমাইমা খান, ফ্র্যাঙ্ক জিউস্ত্রা ও সাবিন গেটি। সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে সেই হৃদয়বিদারক বাস্তব কল রেকর্ডিং, যেখানে মাত্র ছয় বছরের হিন্দ জীবনের জন্য আকুতি জানিয়েছিলেন প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) কর্মীদের কাছে। কিন্তু সাহায্য পৌঁছানোর আগেই হিন্দ যেখানে অবস্থান করছিলেন সেই গাড়িটি ইসরায়েলি সেনাদের গুলিতে ক্ষতবিক্ষত হয়। পরে হিন্দ, তার পরিবার ও তাকে উদ্ধারে আসা প্যারামেডিকদের মৃতদেহ উদ্ধার করা হয়।

২০২৪ সালের জানুয়ারিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গাজা শহর থেকে পালিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে হিন্দের চাচা-চাচি ও তিন চাচাতো ভাইবোন নিহত হন। বেঁচে থাকা হিন্দ ও এক চাচাতো ভাই সাহায্যের জন্য ফোন করলেও শেষ পর্যন্ত তারাও প্রাণ হারান। ইসরায়েল দাবি করেছিল, ঘটনাস্থলে তাদের সেনা উপস্থিত ছিল না। তবে পিআরসিএস এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও প্রমাণ সেই দাবি খণ্ডন করে।

পরিচালক কাওথার বেন হানিয়া বলেন, “আমি এমন এক পৃথিবী মেনে নিতে পারি না, যেখানে একটি শিশু সাহায্যের জন্য আহ্বান জানায় অথচ কেউ সাড়া দেয় না। এই ব্যর্থতা আমাদের সবার।”

ভেনিস ছাড়াও ছবিটি টরন্টো, সান সেবাস্তিয়ান, বুসান ও লন্ডন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন