জি-৭ এর প্রথম দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত কার্যকরের কথা বলেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ জানান, আনুষ্ঠানিক এই ঘোষণা নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে হতে পারে। তিনি বলেন, “আজকের জরুরি প্রয়োজন হল গাজার যুদ্ধের অবসান এবং বেসামরিক জনগণকে উদ্ধার করা। শান্তি সম্ভব। আমাদের অবিলম্বে যুদ্ধবিরতি, সমস্ত জিম্মিদের মুক্তি এবং গাজার জনগণের জন্য ব্যাপক মানবিক সহায়তা প্রদান প্রয়োজন।”
ফিলিস্তিনি কর্মকর্তারা ম্যাক্রোঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অপরদিকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর ফ্রান্সের এই পদক্ষেপ “সন্ত্রাসকে পুরস্কৃত করে।” ফ্রান্সের এই সিদ্ধান্তকে বেপরোয়া বলে অবিহিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও।
বৃহস্পতিবার এক্সে দেওয়া ওই পোস্টে ম্যাক্রোঁ আরও লিখেছেন, মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতি তার ঐতিহাসিক প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আমাদের অবশ্যই হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজাকে সুরক্ষিত ও পুনর্নির্মাণের নিশ্চয়তা দিতে হবে।”
ম্যাক্রোঁ তার সিদ্ধান্ত নিশ্চিত করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে একটি চিঠিও সংযুক্ত করেছেন।