ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। আহত হয়েছেন অন্তত আরও ১৫০ জন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে কেন্দ্রীয় ভিসায়াস অঞ্চলের সেবু প্রদেশের বোগো নগরীর উপকূলে এ ভূমিকম্প আঘাত হানে।
প্রবল কম্পনে মুহূর্তেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা। শতাধিক বছরের পুরনো একটি গির্জাসহ অসংখ্য ভবন ধসে পড়ে। ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, কম্পনের উৎপত্তি হয় ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এরপর একাধিক পরাঘাত অনুভূত হয়েছে, যার মধ্যে একটি ছিল ৬ মাত্রার। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে সরকারি উদ্ধারকারী দল। একই সঙ্গে বিদ্যুৎ ও পানি সরবরাহ সচল করতে জোর প্রচেষ্টা চলছে।
৩৪ লাখ মানুষের বসবাসের সেবু প্রদেশ ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। এখানকার ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর দেশটির দ্বিতীয় ব্যস্ততম প্রবেশদ্বার হলেও বড় কোনো ক্ষতির শিকার হয়নি। তবে প্রদেশের উত্তরাঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সান রেমিজিও এলাকায় ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হওয়ায় সেটিকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে।
সান রেমিজিওর ভাইস মেয়র আলফি রেইনস ক্ষতিগ্রস্তদের জন্য খাবার ও বিশুদ্ধ পানি পাঠানোর পাশাপাশি ভারী যন্ত্রপাতি সরবরাহের আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে স্থানীয় হাসপাতালগুলো আহতদের ভিড়ে উপচে পড়ছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিবরা ইতোমধ্যে দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধান করছেন। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।