Ridge Bangla

ফিরে দেখা রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলো | ২৮ জুলাই ২০২৪

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই মাস এক অবিস্মরণীয় পালাবদলের মাস হিসেবে স্মরণীয় হয়ে আছে। আন্দোলন, সহিংসতা ও রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে এ মাসে ঘটেছিল একের পর এক তাৎপর্যপূর্ণ ঘটনা। সহিংসতা, মৃত্যুর মিছিল এবং আন্দোলনের মোড় ঘোরানো দিনগুলোর অন্যতম ছিল ২৮ জুলাই।

ঠিক এক বছর আগে এই দিনে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে তৈরি হয়েছিল চরম উত্তেজনা। আন্দোলনকারীদের ওপর ব্যাপক দমনপীড়নের মধ্যে তৎকালীন পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলনে সহিংসতায় ১৪৭ জন নিহত হওয়ার কথা জানান। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রকৃত নিহতের সংখ্যা ছিল দুই শতাধিকেরও বেশি।

এই সময় দেশজুড়ে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়, যা ১০ দিন পর আবার চালু হয়। এই ইন্টারনেট চালু হওয়ার পর আন্দোলন এক নতুন মাত্রা পায়।

এই দিনটি ছিল আন্দোলনের শীর্ষ নেতৃত্ব ঘিরে বিতর্কেরও দিন। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরদিন রাত ৯টার দিকে ডিবি কার্যালয়ে রেকর্ড করা একটি ভিডিও গণমাধ্যমে পাঠানো হয়। ভিডিওতে দেখা যায়, আগে হেফাজতে নেওয়া ছয় সমন্বয়ক—নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সারজিস আলম, নুসরাত তাবাসসুম এবং মো. আবু বাকের মজুমদার—আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে লিখিত বিবৃতি পড়ছেন।

তবে এই ভিডিওর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনের তিন আরেক সমন্বয়ক—মাহিন সরকার, আব্দুল কাদের এবং আব্দুল হান্নান মাসুদ। এক পৃথক বার্তায় তারা দাবি করেন, “ডিবি কার্যালয়ে অস্ত্রের মুখে ছয় সমন্বয়ককে জিম্মি করে ভিডিও বার্তাটি রেকর্ড করানো হয়েছে। এটি বিক্ষোভকারীদের আসল অবস্থান নয়।”

তারা আরও বলেন, “ডিবি অফিস কখনোই শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের জায়গা হতে পারে না। যে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, তা চাপের মুখে দেওয়া বিবৃতি ছাড়া কিছু নয়।” এই ঘটনার পর আন্দোলনের অভ্যন্তরে বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। একদিকে সরকারি দমনপীড়ন, অন্যদিকে আন্দোলনের শীর্ষ নেতৃত্বের বিভক্ত বার্তা—উভয়ই শিক্ষার্থীদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দেয়।

২০২৪ সালের জুলাইয়ের এই উত্তাল সময় এবং রক্তক্ষয়ী সংঘর্ষই শেষ পর্যন্ত দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমূল পরিবর্তনের পথ তৈরি করে দেয়। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে ২০২৪ সালের ২৮ জুলাই। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়া সহিংসতা, সংঘর্ষ ও দমনপীড়নের মধ্য দিয়ে দেশ যেন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছিল। সেই প্রেক্ষাপটেই আজকের দিন, ২৮ জুলাই, হয়ে ওঠে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

আরো পড়ুন