ফিফা র্যাংকিংয়ের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এক র্যাংকিং হালনাগাদে একবারে ২৪ ধাপ এগিয়ে দলটি রেকর্ড করেছে। এর আগে একবারে এত বেশি ধাপ কোনো দেশই এগোতে পারেনি।
নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় লাফটাই এবার দিয়েছে বাংলাদেশের নারী দল। এর আগে ২০১৭ সালের মার্চে এক হালনাগাদে বাংলাদেশ এগিয়েছিল ১১ ধাপ। তবে এবারের অগ্রগতি সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের চেয়ে বড় লাফ আর কোনো দল দেয়নি।
গত র্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ১০৯৯.৩৬। নতুন হালনাগাদে তা বেড়ে হয়েছে ১১৭৯.৮৭। এই সাফল্যের পেছনে রয়েছে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের পারফরম্যান্স।
বৃহস্পতিবার (৭ আগস্ট) হালনাগাদ করা র্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এখন ১০৪তম। এর আগে গত ১২ জুনের র্যাংকিংয়ে দলটি ছিল ১২৮তম স্থানে।
যদিও আশা করা হয়েছিল, বাংলাদেশ র্যাংকিংয়ের সেরা ১০০-র মধ্যে ঢুকবে, তবে তা শেষ পর্যন্ত হয়নি। একইভাবে এএফসি নারী এশিয়ান কাপের অংশগ্রহণকারী কোনো দলকেও বাংলাদেশের মেয়েরা পেছনে ফেলতে পারেনি।
নতুন র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে নারী ইউরোর রানার্সআপ স্পেন। আগের শীর্ষ দল যুক্তরাষ্ট্র নেমে গেছে দুই নম্বরে। তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে চারে এবং জার্মানি নেমে গেছে পাঁচে। নারী কোপার চ্যাম্পিয়ন ব্রাজিল তিন ধাপ পিছিয়ে এখন সপ্তম স্থানে।
উল্লেখ্য, এই হালনাগাদের পর ফিফার পরবর্তী নারী র্যাংকিং প্রকাশিত হবে ১১ ডিসেম্বর ২০২৫।