Ridge Bangla

ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে পিএসজি

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রত্যাশিত হাড্ডাহাড্ডি লড়াইয়ের বদলে একতরফা ম্যাচে রিয়ালকে দাঁড়াতেই দিল না ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে পিএসজি। ম্যাচের প্রথম ৪ মিনিটেই দুটি সেভ করেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে পরের পাঁচ মিনিটেই ডিফেন্সে দুর্বলতায় জোড়া গোল হজম করে বসে মাদ্রিদের ক্লাবটি।

পিএসজির হয়ে জোড়া গোল করেন ফাবিয়ান রুইজ। একটি করে গোল করেছেন ওসমানে ডেম্বেলে এবং গঞ্জালো রামোস। ৯ মিনিটের মধ্যেই রিয়াল ২-০ গোলে পিছিয়ে পড়ে। এরপর ২৪ মিনিটে আশরাফ হাকিমির অ্যাসিস্টে রুইজ তার দ্বিতীয় গোলটি করেন। ম্যাচের ৮৭ মিনিটে হাকিমির পাসে রামোস করেন দলের চতুর্থ ও নিজের একমাত্র গোলটি।

রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে সাবেক ক্লাবের মুখোমুখি হলেও ম্যাচে ছিলেন নিষ্প্রভ। আর ভিনিসিউস জুনিয়রও ছিলেন পুরোপুরি নিজের ছায়া হয়ে। শেষ পর্যন্ত কোনো প্রত্যাবর্তনের সুযোগ না দিয়েই ৪-০ গোলের বড় জয় নিয়ে ফাইনালে পা রাখে পিএসজি।

আগামী রবিবার অল ইউরোপিয়ান ফাইনালে পিএসজির প্রতিপক্ষ হবে চেলসি।

আরো পড়ুন