Ridge Bangla

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মেক্সিকোকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে ১৮ বছর পর ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা। চিলির সান্তিয়াগোয় অনুষ্ঠিত এই ম্যাচে ছিল ফাউল এবং হলুদ কার্ডের ছড়াছড়ি, এমনকি দুজন খেলোয়াড় দেখেছেন লাল কার্ডও।

চারবারের চ্যাম্পিয়নরা ২০০৭ সালের পর এবারই প্রথম যুব বিশ্বকাপের শেষ চারে উঠল। প্রতি দুই বছর পর হওয়া এই টুর্নামেন্টের সর্বশেষ সাত আসরের মধ্যে আর্জেন্টিনার সেরা সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। সান্তিয়াগোর জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে আর্জেন্টিনা দুই অর্ধে দুটি গোল করে জয় নিশ্চিত করে।

চিলির স্তাদিও ন্যাশনাল জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে রোববার ভোরে মুখোমুখি হয় মেক্সিকো ও আর্জেন্টাইন যুবারা। শুরু থেকেই দাপট দেখিয়ে ম্যাচ ঘড়ির নবম মিনিটেই লিড নেয় আর্জেন্টিনা। আকুনিয়ার শট ফিরিয়ে দেন মেক্সিকোর গোলরক্ষক দিয়েগো ওচোয়া, কিন্তু ফিরতি বলে জালে পাঠান মাহের কারিজো।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় মেক্সিকো, তবে আর্জেন্টিনার শক্ত রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় তারা। ১-০ গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধেও খেলায় আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাতেও সিলভেত্তি। বদলি খেলোয়াড় ভিয়ালবার পাস থেকে গতিময় শটে গোল করেন তিনি। এরপর বাকি সময়ে চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি মেক্সিকান যুবারা।

তবে ম্যাচের শেষ দিকে বাড়ে উত্তেজনা। ৯২ মিনিটে মেক্সিকোর হয়ে দিয়েগো ওচোয়া দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ৯৭ মিনিটে তাহিয়েল হিমেনেজ সরাসরি লাল কার্ড দেখেন। ফলে নয়জন খেলোয়াড় নিয়েই ম্যাচ শেষ করে মেক্সিকো।

আরেক কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারিয়ে ২২ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে কলম্বিয়া। ম্যাচে হ্যাটট্রিক করেন নেইসার ভিয়াররেয়াল।

আগামী বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই লাতিন পরাশক্তি আর্জেন্টিনা ও কলম্বিয়া। এখন প্লাসেন্তের শিষ্যদের লক্ষ্য গ্র্যান্ড ফাইনালের টিকিট নিশ্চিত করা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩০

আরো পড়ুন