Ridge Bangla

ফাওয়াদ খানের নিষিদ্ধ সিনেমা ‘আবির গুলাল’ ভারতে মুক্তি পাচ্ছে

পাকিস্তানি সুপারস্টার ফাওয়াদ খানের নতুন ছবি ‘আবির গুলাল’ দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মুখোমুখি ছিল। মূলত পেহেলগাম কাণ্ডের পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি ও নিরাপত্তাজনিত কারণে ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। যার প্রভাব পড়ে ‘আবির গুলাল’-এর মুক্তিতেও।

প্রাথমিকভাবে ছবিটি মুক্তির কথা ছিল চলতি বছরের ৯ মে। তবে পেহেলগাম কাণ্ডের পর একাধিক সংগঠন ছবিটির প্রদর্শনে বাধা দেয়। নায়িকা বানী কাপুরকেও সমালোচনার মুখে পড়তে হয় পাকিস্তানি অভিনেতার সঙ্গে কাজ করার জন্য। এই কারণে ছবিটি আপাতত শুধু আন্তর্জাতিক স্তরে মুক্তি পেয়েছিল।

গত ১২ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘আবির গুলাল’। তবে ভারতীয় দর্শকরা দীর্ঘদিন অপেক্ষা করার পর অবশেষে ছবিটি দেশের প্রেক্ষাগৃহেও দেখতে পাবেন। খবর অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর ছবিটি ভারতে মুক্তি পাবে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন, ‘আবির গুলাল’ মূলত এক সাধারণ প্রেমের গল্প। এর গল্প, চিত্রনাট্য ও সঙ্গীত আন্তর্জাতিক দর্শকের মনোযোগ আকর্ষণ করার যোগ্য। তারা আশাবাদী, চলচ্চিত্রটি বিশ্বজুড়ে দর্শকদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হবে। এছাড়া ওই সময়ে অন্য কোনো বড় ছবি মুক্তি পাচ্ছে না, তাই ‘আবির গুলাল’ এককভাবে প্রেক্ষাগৃহে চলার সুযোগ পাবে।

নির্মাতা ও প্রযোজকরা আশা প্রকাশ করেছেন, সিনেমার গল্প ও অভিনেতাদের পারফরম্যান্স ভারতীয় দর্শককেও মুগ্ধ করবে এবং এটি বক্স অফিসে সাফল্য অর্জন করবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন