ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা-ভাঙচুর এবং উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে বিক্ষোভকারীরা মিছিল শুরু করে ভাঙ্গা গোলচত্বর এলাকায় পৌঁছায়। সেখানে তারা সাংবাদিকদের ভিডিও ধারণ ও ছবি তুলতে বাধা দেয়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে ব্যর্থ হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে পুলিশ সদস্যদের মডেল মসজিদে আশ্রয় নিতে দেখা যায়।
বিক্ষোভের মাত্রা বাড়তে থাকায় ভাঙ্গার বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে উপজেলা সদরের দিকে আসতে থাকেন। কেউ পায়ে হেঁটে, আবার কেউ ভ্যান, নসিমন ও মোটরসাইকেলে চড়ে মিছিলে যোগ দেন। ফলে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, বিক্ষোভের কারণে ঢাকা-খুলনা মহাসড়কসহ দুটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে অনেকে গন্তব্যে পৌঁছাতে পারেননি।
এ ঘটনার পর পুরো উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।