Ridge Bangla

ফরিদপুরে বাস টার্মিনালে সময়মতো ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস, ঈদফেরত যাত্রীদের স্বস্তি

ফরিদপুরে বাস টার্মিনালে সময়মতো ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস, ঈদফেরত যাত্রীদের স্বস্তি

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে ফরিদপুরের মানুষ। কারো হাতে ব্যাগ, কারো কোলে বাচ্চা, কেউ আবার একা ফিরছেন- সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে এবার কর্মজীবনে ফিরছেন নতুন উদ্যমে।

শনিবার (৫ এপ্রিল) ভোর থেকেই ফরিদপুরের বাস টার্মিনালে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুটা ভিড় থাকলেও বাসগুলো নির্ধারিত সময়ের কাছাকাছি সময়ে ছেড়ে যাচ্ছে, এবং বড় কোনো ভোগান্তির শিকার হতে হয়নি। সৈকত নামের এক যাত্রী জানান, “পথে কিছুটা ভিড় থাকলেও সময়মতো বাস ছাড়ছে, ভোগান্তি কম।”

দিবাগত সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকামুখী যানবাহনের চাপও বেড়েছে। প্রতিটি বাসেই অতিরিক্ত যাত্রী দেখা গেছে, তবে মহাসড়কে বড় ধরনের যানজট দেখা যায়নি। ফলে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীরা স্বস্তি নিয়েই রওনা দিতে পেরেছেন। তবে অনেক যাত্রী অভিযোগ করেছেন, ঈদ যাত্রার মতো ফিরতি পথেও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

আরো পড়ুন